ন্যাশনাল সার্ভিসের চাকরি স্থায়ী করণের দাবিতে তালতলীতে মানববন্ধন

ন্যাশনাল সার্ভিসের চাকরি স্থায়ী করণের দাবিতে তালতলীতে মানববন্ধন

মোঃ হাইরাজ ,বরগুনা প্রতিনিধি : ন্যাশনাল সার্ভিসের চাকরি স্থায়ী করণের দাবিতে তালতলীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল স ১০,৩০মিঃসময় তালতলী উপজেলার সদর সড়কে মানব বন্ধনের কর্মসূচি পালন করে ন্যাশনাল সার্ভিসের একতা কল্যান ঐক্য পরিষদের কর্মীবৃন্দরা। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের স্বাস্হ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব,ফজলুল হক জোমাদ্দার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.রেজবীউল কবির জোমাদ্দার, তালতলী উপজেলা আ লীগের সিনিয়র সহ-সভাপতি মো.কামরুল আহসান জলিল, ন্যাশনাল জেলা শাখার প্রধান উদ্দোগতা মো.রাকিবুল ইসলাম, ন্যাশনাল সার্ভিসের একতা কল্যান ঐক্য পরিষদের তালতলী উপজেলা শাখার সভাপতি মো.মনিরুল ইসলাম মনির,সাধারন সম্পাদক মো.ওমর ফারুখ,,জুুয়েল মৃৃধা,সাইফুল ইসলাম,জসিম উদ্দিন ও ইরানী আক্তার প্রমুখ মানববন্ধনে উপজেলার দুইশত কর্মিরা অংশগ্রহন করে। এ সময় ন্যাশনাল সার্ভিসের কর্মীরা কান্না জরিত কন্ঠে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আকুল আবেদন আমারা বেকারত্বের হাত থেকে মুক্তি চাই আমারা বাঁচতে চাই আমারা শিক্ষিত হয়ে এখন সমাজের বোঝা হয়েগেছি আপনি আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করুন। পরে তারা মানববন্ধন শেষে তালতলী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করে